মহান বিজয় দিবস উপলক্ষে চকরিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমালা আর্পন করেন।জাতির জীবনে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন, পরাধীনতার শৃঙ্খলমুক্তির দিন। সারাদেশের মানুষ আজ আনন্দ-উৎসব এবং একই সঙ্গে বেদনা নিয়ে দিবসটি পালন করা হয়। স্বাধীনতার জন্য যে অকুতোভয় বীর সন্তানেরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, গভীর বেদনা ও শ্রদ্ধায় তাদেরকে স্মরণ করা হবে।
তবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার বিজয় দিবস উদযাপনে জাতীয় পর্যায়ে স্বাস্থ্যবিধি মানা হবে। থাকছে না অন্যান্য বারের মতো আড়ম্বর আয়োজন। এছাড়া বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না।
মহান বিজয় দিবস উপলক্ষে চকরিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ সময় উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ
আলহাজ্ব জাফর আলম (চকরিয়া -পেকুয়া -১), চকরিয়া উপজেলা চেয়ারম্যান জনাব ফজরুল করিম সাঈদী, চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ, চকরিয়া থানার এএসপি তফিক,মুক্তিযোদ্ধা হাজী বশির প্রমূখ সহ চকরিয়া উপজেলা সরকার বেসরকারি ব্যক্তি বর্গ।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায় : মাল্টিকেয়ার