অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন চট্টগ্রাম লোহাগাড়ায় কলাউজান ব্লাড ব্যাংক এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও মাস্ক বিতরণ সম্পন্ন হয়েছে।
১৬ই ডিসেম্বর (বুধবার) সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত লোহাগাড়া কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান শাহ্ মজিদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও মাস্ক বিতরণ করলেন উক্ত সংগঠনের সদস্যরা।
সাইফুল ইসলাম সাইদ জানান, রক্তদানে সক্ষম এমন অনেক রক্তদাতা সংগ্রহ করা হয়েছে এ ক্যাম্পেইন থেকে। এছাড়াও থ্যালাসেমিয়া,ক্যান্সার সচেতনতা এবং রক্তদানের উপকারিতা জানিয়ে সবাইকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতও করেন সংগঠনের সদস্যরা।
কলাউজান ব্লাড ব্যাংকের এডমিন শফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্ভোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব বদরুল কবির চৌধুরী। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী নজরুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আলমগীর,শাহ মজিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল , প্রবাসী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান। এছাড়াও এলাকার সচেতন মহল, কলাউজান ব্লাড ব্যাংক এর স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং পথচারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং মাস্ক বিতরণের মাধ্যমে অনুষ্ঠিত সম্পন্ন হয়।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায় : মাল্টিকেয়ার