নারীদের দক্ষতা বৃদ্ধির ও কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে স্বাবলম্বী করে তুলার লক্ষ্যে সিলেটের বালাগঞ্জ উপজেলার আজিজপুর বাজারে নাঈমা লেডিস টেইলার্স ফেব্রিক্স এণ্ড ট্রেনিং সেন্টার এর আনুষ্ঠানিক
উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে স্থানীয় জুবের প্লাজায় এ উলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল। উদ্বোধনী
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবী আলহাজ্ব মোঃ খলকু মিয়া।
নাঈমা লেডিস টেইলার্স ফেব্রিক্স এণ্ড ট্রেনিং সেন্টার এর পরিচালক মোঃ নুনু মিয়ার কুরআন তেলাওয়াত এবং যুবলীগ নেতা জুয়েল আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান জিলু,অর্থ-সম্পাদক এস এম হেলাল,ডাঃ মাহবুবুর রহমান এনামুল হক,রকিব আলী,স্থানীয় ইউপি সদস্য জলি বেগম,সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর অর্ন্তাভুক্ত আজিজ পুর বাজার শাখার সভাপতি মোঃ ইসমাইল আলী,প্রশিক্ষক সাথি বেগম,ব্যবসায়ি রওনক আহমেদ,তরুণ সমাজকর্মী নাছিম আহমদ,জুনেল আহমদ,লুৎফুর রহমান প্রমূখ।অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মেহেরজান বিবি জামে মসজিদের ইমাম মাওলানা জুনাইদ আহমদ।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায় : মাল্টিকেয়ার