গত ১৮ ডিসেম্বর (শুক্রবার) বেলা ৩:২০ মিনিটের সময় সাংবাদিক ফাহাদের মা নিজ বাড়িতে ইন্তেকাল করেন। পর দিন সকাম ১১ টার সময় হযরত শাহ সৈয়দ আলী ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
গত কাল ২৫ ডিসেম্বর (শুক্রবার) রাতের এশার নামাজ শেষে মধ্য যুধিষ্ঠিপুর ও নিজ ঘিলাছড়া টিল্লাবাড়ি যুব সংঘ দোয়া ও মিলাদ মাহফিল পালন করে।
উপস্থিত ছিলেন মধ্য যুধিষ্ঠিপুর ও নিজ ঘিলাছড়া টিল্লাবাড়ি যুব সংঘ সদস্যবৃন্দ, ময়মুরুব্বি ও এলাকাবাসী, ইমাম মোঃ আব্দস শহিদ ,মোঃ আখমান আলী,আব্দুল মতিন, মোঃ লুলু মিয়া,হাজী মোঃ ওয়াহিদুল ইসলাম তেরাব আলী, মোঃ মখতদির আলী,মোঃ মসরফ আলী, হাজী মোঃ লুৎফুর রহমান, মোঃ ছাব্বির আহমদ, মোঃ আলাউদ্দিন,মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আনু মিয়া, আব্দুল খালিক,সামছুদ্দিন আহমদ, তাজ উদ্দিন আহমেদ, হাজী মিনহাজ উদ্দিন, ওয়াহিদুল হোসেন নানু, নোমান আহমদ, জাহেদ আহমদ, কাওছার আহমদ, কবির উদ্দিন রাসেল, মোঃ নজরুল ইসলাম, রানা আহমদ জিপু,সাজু আহমদ, টিপু আহমদ, নুরুল ইসলাম, সুজা মিয়া,মতিক আহমেদ, সাহেদ আহমেদ, নাসির আহমদ, জাবেদ আহমেদ, মনোয়ার হোসেন,ইমন আহমদ, মাশরাফি আহমদ ফাহমিদুল ইসলাম,রুজেল আহমদ, মুন্না আহমদ, সাকিব,তামিম,সানি,রনি,আরও উপস্থিত ছিলেন এলাকার বাসিন্দারা।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায় : মাল্টিকেয়ার