লামা ফাঁসিয়াখালী ইউনিয়নে হায়দারনাশী গুলিস্তান বাজারে বন্য হাতি রক্ষায় জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ডিসেম্বর বিকাল ৪ঘটিকার সময় গুলিস্তান বাজার চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিপাদ্য স্লোগান হল “বন্য প্রাণী প্রকৃতির অংশ, আমরা প্রকৃতিকে বাঁচাবো আগামী প্রজন্মের জন” আসুন সুস্থ প্রকৃতিক পরিবেশ রক্ষায় বনাঞ্চল, বন্য প্রাণী ও হাতি সংরক্ষণ করি।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডুলাহাজারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী, ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের বিপ্লবী সভাপতি আলহাজ্ব নুরুল হোসেন চৌধুরী, ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের সহকারী কর্মকর্তা জনাব মোঃ মাজহারুল ইসলাম চৌধুরী, কক্সবাজার উত্তর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার জাহান, লামা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জানাব নুর-ই আলম হাফিজ, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহিদ চৌধুরী,আজকের বসুন্ধরা ও মেট্রো বাংলার সাংবাদিক মোঃ ফরিদুল আলম বাবলু, দৈনিক ইনানী পত্রিকার চকরিয়া প্রতিনিধি সাংবাদিক নেজাম উদ্দিন,৩ নং ফাঁসিয়াখালী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোহাম্মদ হোসেন মামুন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বন্যপ্রাণী প্রাকৃতি পরিবেশের গুরুত্ব গুরুত্বপূর্ণ সম্পদ। এদের রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। বিশেষ করে হাতি এখন প্রায় বিলুপ্তির পথে। প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের কারণে এখন হাতি লোকালয়ে হানা দেয়। তাই বনের পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমাদের।
বন্য হাতি কোন মানুষের জানমালের ক্ষতি করলে আমরা ক্ষতিপূরণ দিতে বাধ্য, দয়া করে আপনারা হাতি মারবেন না। বন্যপ্রাণী শিকার করা বা মারা দন্ডনীয় অপরাধ। কেউ আইন হাতে তুলে নিবেন না। আলোচনা সভায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ডুলাহাজারা বিট কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন ও ফাঁসিয়াখালী বিট কর্মকর্তা মোঃ আবুল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম । তিনি আগত অতিথি বৃন্দ ও উপস্থিত জনসাধারণকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায় : মাল্টিকেয়ার