চট্টগ্রামের লোহাগাড়ায় ২মাদক ব্যবসায়ীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিউটি অফিসার এসআই নাছিমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
২৮ ডিসেম্বর দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। ২৯ ডিসেম্বর (মঙ্গলবার) তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হল রাঙ্গামাটি লংগদু এলাকার মৃত রেজাউল করিমের পুত্র ইব্রাহীম(২৫) ও কক্সবাজার জেলার উখিয়া কুতুব পালং এলাকার হাবিবুর রহমানের পুত্র জুবাইর (২২) ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ ডিসেম্বর দিবাগত রাতে ওসি জাকের হোসাইন মাহমুদ ও পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলামের নেতৃত্বে এসআই গোলাম কিবরিয়ার সঙ্গীয় ফোর্স চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানান,থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ২৯ ডিসেম্বর(মঙ্গলবার)আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায় : মাল্টিকেয়ার