সিলেটের বিভিন্ন এলাকায় ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডেও (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।এইদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি মির্জাঙ্গাল ফিডারের আওতাধীন শেখঘাট, ইঙ্গুলাল রোড,কুয়ারপাড়, লামাবাজার,মদন মোহন কলেজ,রিকাবী বাজার, মণিপুরী রাজবাড়ী, লালাদিঘীরপাড়,জল্লারপাড় ও দাড়িয়াপাড়ার আংশিক এলাকায় বিদ্যুত থাকবে না। বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে,তিনি আরো জানান সাময়িক অসুবিধার জন্য আন্তরিক ভাবে দুঃখিত।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায় : মাল্টিকেয়ার