নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদে রোগী রোগী পরিবহনের জন্য ২০১৬-১৭ অর্থ বছরের এলজিএসপি বরাদ্দ থেকে একটি মাইক্রোবাস ক্রয় করে তা এ্যাম্বুলেন্স হিসাবে তৈরী করেন চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিস।
বড়ভিটা ইউনিয়নের সাজেদুল ইসলাম সরকারী ডিগ্রী কলেজ সংলগ্ন প্রতিষ্ঠা করেছেন অসহায় বৃদ্ধ-বৃদ্ধার জন্য নিরাপদ বৃদ্ধাশ্রম। সেখানে ১৩-১৪ জন অসহায় পিতা মাতার জন্য বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করেন।অনেককেই আর্থিক সহাযোগীতা করে এবং পরিচালকের ব্যক্তিগত অর্থায়নে বৃদ্ধাশ্রমটি পরিচালিত হয়ে আসছে।
গত ১৪ ফেব্রুয়ারী কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ বৃদ্ধাশ্রমে অসহায় বৃদ্ধ পিতা মাতার সাথে ভালোবাসা দিবস পালন করতে গিয়ে সেখানকার অভাব অনটন তার দৃষ্টিগোচনে আসলে আর্থিক সহযোগীতার জন্য তার পরিষদে পরিত্যাক্ত অবস্থায় থাকা এ্যাম্বুলেন্সটি মেরামত করে উপজেলার গরীব ও অসহায় রোগী পরিবহনের জন্য নিরাপদ বৃদ্ধাশ্রমে শর্ত সাপেক্ষে প্রদান করে।
রোগী পরিবহনে জ্বালানী ও চালক ব্যতিরেকে যে অর্থ সঞ্চয় হবে তা নিরাপদ বৃদ্ধাশ্রমে থাকা অসহায় পিতা মাতার জন্য বরাদ্দ থাকবে।
এ বিষয়ে চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছের সাথে কথা হলে তিনি বলেন, ২০১৬-১৭ অর্থ বছরের এলজিএসপি বরাদ্দ থেকে এ্যাম্বুলেন্স ক্রয় করি। চালক অভাবে পরিষদে পরিত্যক্ত ছিল। মেরামত করে নিরাপদ বৃদ্ধাশ্রমে প্রদান করি। খরচ বাদ দিয়ে যে অর্থ আসবে তা বৃদ্ধাশ্রম ভোগ করবে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায় : মাল্টিকেয়ার